খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন শিশিরের মাঠ সংলগ্ন কলাবাগান এলাকায় পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী (১২) বলাৎকারের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তাকে খুমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
জানা যায়, গত ৯ মে (শুক্রবার) দুপুর ১২টার দিকে শিশিরের মাঠের পাশে বসবাসকারী পঞ্চম শ্রেনী শিক্ষার্থীকে পাশের এলাকার মো. সাব্বির (২৫) কৌশলে ‘কথা আছে’ বলে বাসায় ডেকে নেয়। এরপর ভয়ভীতি দেখিয়ে ওই শিশুকে বলাৎকার করে বলে অভিযোগে বলা হয়।
শিশুটি বাসায় ফিরে মায়ের কাছে ঘটনার বিস্তারিত জানালে, পরদিন ১০ মে সকাল ১০টা ১০ মিনিটে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করা হয়। বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন রয়েছে।
শিশুটির মা মোসাৎ স্বপ্না জানান, আমার ছেলেকে এলাকায় মাদকসেবনকারী সাব্বির এ ঘটনা ঘটায়৷ এখন আমরা হাসপাতালে আছি। এখান থেকে বের হয়ে থানায অভিযোগে দায়ের করতে যাবো। তিনি বলেন, দুই ছেলের মধ্যে ও হচ্ছে ছোট ছেলে ৷ সে সিরাজুল ইসলাম শিশু বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।
হাসপাতাল সুত্রে জানা যায়, তাকে পরবর্তীতে ওসিসি (One Stop Crisis Centre)-তে রেফার করা হবে। সোনাডাঙ্গা মডেল থানার ওসি মো: শফিকুল ইসলাম বলেন, এ ব্যাপারে কেউ এখন পযন্ত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
ঊ আ- এইচআর