UsharAlo logo
শুক্রবার, ২১শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

খুলনায় বিপুল পরিমান মাদক ও নগদ টাকাসহ মাদক ব্যবাসয়ী আটক

ঊষার আলো প্রতিবেদক
ফেব্রুয়ারি ১৮, ২০২৫ ৪:২৫ অপরাহ্ণ
Link Copied!

খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক বিরোধী অভিযানে ইয়াবা, গাঁজা, ফেনসিডিল এবং নগদ টাকাসহ গালিব হাসান খান (৩৯) নামে এক মাদকের ডিলার গ্রেফতার হয়েছে হয়েছে। এ সময় তার কাছ থেকে মাদক বিক্রির ৪ লাখ ২২ হাজার ৮০০ টাকা, ৪ হাজার ৭৮৫ পিস ইয়াবা, ২৩ বোতল ফেনসিডিল ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) দুপুর আড়াইটার দিকে খুলনা মহানগরীর রায়ের মহল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, সংস্থার উপ-পরিচালক মো: মিজানুর রহমানের তত্ত্বাবধানে ও ‘ক’ সার্কেলের পরিদর্শক মো: আব্দুর রহমানের নেতৃত্বে একটি টিম মঙ্গলবার দুপুরে ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় মাদক বিক্রেতা গালিব হাসান খানকে উক্ত মাদকসহ আটক করা হয়। সে ওই এলাকার বাসিন্দা খান আছাফুর রহমানের পুত্র। ‘ক’ সার্কেলের পরিদর্শক মো: আব্দুর রহমান বলেন, গ্রেফতারকৃত গালিব এলাকায় চিহিৃত মাদক ব্যবসায়ী ও মাদকের ডিলার। সে দীর্ঘদিন ধরে খুলনায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছে।

ঊআ-বিএস