খুলনা জেলার ডুমুরিয়ায় বিয়ের প্রলোভনে নারী উদ্যোক্তাকে ধর্ষনের ঘটনায় ১ জনকে গ্রেফতার করেছে ডুমুরিয়া থানা পুলিশ। ৯ মে সকালে ডুমুরিয়া থানাধীন কাপালিডাঙ্গা গ্রাম এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতের নাম- মোঃ আব্দুল্লাহ সরদার (২০)।
খুলনা পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ভিকটিম একজন নারী উদ্যোক্তা। গ্রেফতারকৃত মোঃ আব্দুল্লাহ সরদারের সাথে গত ২ বছর ধরে ভিকটিমের প্রেমের সম্পর্ক। এই সম্পর্কের কারণে ভিকটিমের প্রবাসী স্বামীর সাথে ভিকটিমের ডিভোর্স হয়ে যায় এবং ভিকটিম তার বাবার বাড়ী অবস্থান করতে থাকেন। গত ৮ মে রাতে গ্রেফতারকৃত আব্দুল্লাহ সরদার বিয়ের প্রলোভনে ভিকটিমকে ধর্ষন করে বিবাহ করতে অস্বীকৃতি জানায়। এই ঘটনায় ডুমুরিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের হয়।