খুলনার বটিয়াঘাটা উপজেলা ৭নং আমির পুর ইউনিয়ন যুবদলের সেক্রেটারি মহসিন মুন্সি মহসিন মুন্সি (৪৮) কে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের কোপে গুরুত্বর জখম হয়রছে। সে বটিয়াঘাটা উপজেলা বাইনতলা নামক এলাকার বাসিন্দা আনসার আলীর পুত্র।
খুমেক হাসপাতাল সুত্রে জানা যায়, আজ রোববার (৯ ফেব্রুয়ারী) তাকে আহত অবস্থায় রাত পৌনে ১১ টায় হাসপাতালে নিয়ে আসেন তার আত্মীয়স্বজনরা৷ তবে সে আশংকামুক্ত বলো কর্তব্যরত ডাক্তাররা জানিয়েছেন৷
ঊআ/বিএস