UsharAlo logo
বৃহস্পতিবার, ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ জোনায়েদ বাহিনী প্রধানসহ আটক 8

ঊষার আলো প্রতিবেদক
এপ্রিল ২৪, ২০২৫ ৪:২২ অপরাহ্ণ
Link Copied!

খুলনার রূপসায় যৌথবাহিনীর অভিযানে ৫টি আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ জোনায়েদ ও তার সজযোগী সন্ত্রানীদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে মো: জোনায়েদ, মো: জাহিদুজ্জামান, মো: মোশারফ হোসেন, শেখ জিদান, মো: মিজানুর, আজানুর মুন্সী, জহির উদ্দিন এবং মো: মাসুদ রানা। বৃহস্পতিবার ভোরে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনী রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের জোনায়েদের ডক ও তার বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে দেশীয় তৈরী পিস্তল ১টা, পাইপগান ৪টা, চাইনিজ কুড়াল ১টা, চাকু ১টি এবং ১টি রামদা উদ্ধার করা হয়।


বিষয়টি নিশ্চিত করে রূপসা থানার ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, যৌথবাহিনী সদস্যরা তাদের গ্রেফতার করে থানায় হস্তান্তর করেছেন।

ঊআ-বিএস