UsharAlo logo
সোমবার, ২৭শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

খুলনায় শীর্ষ সন্ত্রাসী রকি গ্রেফতার

ঊষার আলো প্রতিবেদক
ডিসেম্বর ২৩, ২০২৪ ৮:১৭ অপরাহ্ণ
Link Copied!

খুলনা মেট্রোপলিটন পুলিশের তালিকভুক্ত সন্ত্রাসী নুর আজিমের ছোট ভাই ও হত্যাসহ ডজনখানেক মামলার পলাতক আসামি শাহরিয়ার ইসলাম রকি কে ( ৩২) গ্রেফতার করেছে পুলিশ। আজ সোমবার ( ২৩ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন কেএমপি এডিসি (মিডিয়া) মোহাম্মদ আহসান হাবিব ( পিপিএম)। রোববার দিবগাত গভীর রাতে খুলনা মহানগরী টুটপাড়া মহিবাড়ি খালপাড় এলাকাকে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত রকি ওই এলাকার বাসিন্দা মো: শাহজাহান ওরফে শানু মোহরীর ছেলে। পুুুলিশ জানায়, রকি একজন শীর্ষ সন্ত্রাসী । তার বিরুদ্ধে খুলনাসহ বিভিন্ন থানায় ডজনখানেক মামলা রয়েছে। তার মধ্যে হত্যা, হত্যা চেষ্টা, দস্যুতা ও মাদক মামলা অন্যতম। সাম্প্রতিক দক্ষিন টুটপাড়া জনকল্যান স্কুলের সামনে রনি সর্দার ও টুটপাড়া তালতলা হাসপাতাল রোড বায়তুর মামুর মহল্লায় পলাশ হাওলাদার হত্যা মামলার অন্যতম আসামি শীর্ষ সন্ত্রাসী রকি।

ঊ/আ-এইচআর