UsharAlo logo
রবিবার, ১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১

ঊষার আলো প্রতিবেদক
ফেব্রুয়ারি ১৫, ২০২৫ ৬:২৭ অপরাহ্ণ
Link Copied!

খুলনায় এনা পরিবহন ও ব্যাটারি চালিত ভ্যানের সাথে সংঘর্ষে ভ্যান যাত্রী মমতাজ বেগম (৫৫) নামে এক মহিলা নিহত হয়েছে। এছাড়া ভ্যান চালক দেলোয়ার (২২) গুরুতর আহত হয়। আজ শনিবার (১৫ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০টায় লবণচরা থানাধীন খুলনা-মোংলা মহাসড়কে জব্বার সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে স্থাণীয় বাসিন্দারা তাদের দুইজনকে গুরুত্বর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর সোয়া ২টায় মারা যান মমতাজ বেগম।
খুমেক হাসপাতাল সূত্রে জানা যায়, উক্ত এলাকায় এনা পরিবহন ও ভ্যানের সংঘর্ষ ঘটে। এ সময় দুইজন ভ্যান থেকে রাস্তায় পড়ে গিয়ে মাথায় গুরুত্বর আঘাত পান। তাদেরকে উদ্ধার করে খুমেক হাসপাতালে নিয়ে আসলে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে ভ্যান যাত্রী মমতাজ বেগম মারা যান। নিহত মমতাজ বেগম লবনচরা থানাধীন জব্বার সড়ক এলাকার বাসিন্দা সোহরাব শিকদারের স্ত্রী। আহত ভ্যান চালক দেলোয়ার বাগেরহাট জেলা ফকিরহাট থানাধীন শুভ দিয়া বড় পুকুর এলাকার বাসিন্দা মো: রফিক সরদারের পুত্র। লাশ খুমেক হাসপাতালে মর্গে রয়েছে।

ঊআ-বিএস