খুলনা মহানগীর এক নং কাস্টমঘাট এলাকায় সন্ত্রাসীদের ছোড়া গুলিতে এক যুবক গুলিবিদ্ধ হয়েছে। গুলিটি তার পায়ে লাগে। গুলিবিদ্ধ যুবকের নাম সৈকত জমাদ্দার (২৪)। সে নগরীর খুলনা সদর থানাধীন মুন্সীপাড়া এলাকার বাসিন্দা আব্দুল জমাদ্দারের পুত্র।
আজ বুধবার ( ২৫ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে সে আশংকামুক্ত বলে জানা যায়। বিষয়টি নিশ্চিত করেছে কেএমপি’র উপ-পুলিশ কমিশনার ( দক্ষিণ) মো: মনিরুজ্জামান মিঠু।
তিনি বলেন, নগরীর ১নং কাস্টঘাট এলাকায় সৈকত জমাদ্দার কে লক্ষ্য করে দুটি মটরসাইকেল যোগে আসা সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় গুলিটি তার পায়ে লাগে। ছেলেটি জানিয়েছেন, যারা গুলি করেছেন তার মধ্যে একজনকে সে চিনতে পারছে বলে আমাদেরকে জানায়। আমরা তাকে ধরতে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করছি।
ঊ/আ-এইচআর