খুলনা মহনগরীর তেতুলতলা মোড় এলাকায় সন্ত্রাসীদের গুলিতে অর্নব (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। সে সোনডাঙ্গা থানাধীন বানরগাতী ইসলাম কমিশনার মোড় এলাকার বাসিন্দা চিত্তরঞ্জন শীলের পুত্র। আজ শুক্রবার (২৪ জানুয়ারী) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে।
খুলনা মেট্রোপলিটর পুলিশ ( কেএমপি)’র এডিসি ( মিডিয়া) মোহাম্মদ আহসান হাবীব বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্ত্রাসীদের গুলিতে অর্নব নামে এক যুবক নিহত হয়েছে। সে খুলনা বিশ্ববিদ্যালয়ের এমবিএ’র ছাত্র বলে জানায়। তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ গেছে। কে বা কারা মারছে এ বিষয়ে কিছুই জানা যায়নি।
এলাকাবাসী জানায়, তেতুলতলা মোড় ১৯নং ওয়ার্ড বিএনপির অফিসে সামনে কয়েকজন যুবক তাকে গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলে কয়েকটি গুলি রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। আশপাশ এলাকার লোকজন তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।