UsharAlo logo
বুধবার, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

খুলনায় সোহাগ পরিবহন হেলপার হত্যায় আসামির যাবজ্জীবন

ঊষার আলো- ডেস্ক রিপোর্ট
জানুয়ারি ৬, ২০২৫ ৭:৫০ অপরাহ্ণ
Link Copied!

সোহাগ পরিবহনের হেলপার সাব্বির শেখ (১৭) হত্যার দায়ে আসামি হাসান শেখকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ সোমবার (৬ জানুয়ারি) খুলনা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো: শরীফ হোসেন হায়দার এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। আসামি হাসান শেখ নগরীর সোনাডাঙ্গা থানাধীন গোবরচাকা মোল্লাবাড়ি এলাকার নূর জামালের ভাড়াটিয়া সাঈদ শেখের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, সাব্বির শেখ বাগেরহাট জেলার বাঘরগঞ্জ এলাকার রফিকুল ইসলামের ছেলে। সে সোহাগ পরিবহন ঢাকা মেট্রো ব-১৪-৭১৫৩ সিরিয়ালের হেলপার ছিলেন। ২০২১ সালের ১০ ফেব্রুয়ারী ঢাকা যাওয়ার জন্য দুপুর দেড়টার দিকে বাগেরহাট থেকে খুলনায় আসে। ওই দিন রাতে ড্রাইভার মালিক মোল্লার সাথে ঢাকায় চলে যায় সে। পরের দিন সকালে ওই পরিবহনে খুলনায় ফিরে আসে সে। রাত ১২টায় খুলনার টাইগার গার্ডেনের সামনে ফাকা রাস্তায় গাড়ি পরিস্কার করার জন্য ড্রাইভার সাব্বিরকে গাড়িতে রেখে বাইরে চলে যান।

পরের দিন ড্রাইভার ওই গাড়ি নিয়ে ঢাকায় যাওয়ার কথা ছিলো। ড্রাইভার দরজা খুলতে গিয়ে দেখে সাব্বির শেখের ক্ষত-বিক্ষত দেহ পরিবহনের ভেতর পড়ে আছে।  পরে পুলিশ মরাদেহ উদ্ধার করে। ছেলে হত্যার জন্য বাবা রফিকুল ইসলাম সোনাডাঙ্গা থানায় হত্যা মামলা দায়ের করেন। ১২ ফেব্রুয়ারী সন্ধ্যায় হাসান শেখকে গোবরচাকা এলাকা থেকে পুলিশ গ্রেফতার করে। গ্রেফতার হওয়ার পর রিক্সাচালক হাসান শেখ হত্যাকাণ্ডের বিবরণ দিয়ে আদালতে ১৬৪ ধারা স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা সোনাডাঙ্গা থানার এসআই সুকান্ত দাশ একই বছরের ২৫ এপ্রিল হাসানকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন।

ঊ/আ-এইচআর