UsharAlo logo
রবিবার, ১৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

খুলনায় ৮ রাউন্ড কার্তুজসহ সন্ত্রাসী গ্রেফতার

ঊষার আলো প্রতিবেদক
এপ্রিল ২২, ২০২৫ ৬:০১ অপরাহ্ণ
Link Copied!

খুলনায় অভিযান চালিয়ে সন্ত্রাসী ইমন মোল্লাকে (২৮) গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার (২১ এপ্রিল) বিকালে আড়ংঘাটার রায়েরমহল মধ্যপাড়া এলাকায় থেকে তাকে গ্রেফতার করা হয়। কেএমপির পাঠানো প্রেসবিজ্ঞপ্তি থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। গ্রেফতারকৃত ইমন মোল্লা হরিণটানা থানার রায়েরমহল মোল্লা বাড়ীর মো: মাসুদ মোল্লার ছেলে।
মঙ্গলবার কেএমপি থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রায়েরমহল মধ্যপাড়া এলাকার বাবুলের ভিটার পরিত্যাক্ত বাড়ির পশ্চিম পাশের ঝোপঝাড়ের মধ্য থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তার কাছে থাকা ৮ রাউন্ড শটগানের গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে আড়ংঘাটা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে কেএমপির বিভিন্ন থানায় ৩টি মামলার তথ্য পাওয়া গেছে।

ঊআ-বিএস