UsharAlo logo
বুধবার, ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

খুলনার আদালতে মামুনুল হক, চার্জ গঠন ১০ অক্টোবর

usharalodesk
সেপ্টেম্বর ৫, ২০২১ ১১:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : সোনাডাঙ্গা থানার বিস্ফোরক মামলায় হেফাজত ইসলামের নেতা মাওলানা মামুনুল হককে খুলনার আদালতে হাজির করা হয়েছে। রবিবার(৩ সেপ্টেম্বর) সকাল ১০টা ৫৫মিনিটে খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এস এম আশিকুর রহমান এ মামলায় মামুনুলকে শ্যোন অ্যারেস্ট দেখিয়ে চার্জ গঠনের দিন ধার্য করেন।

আদালতের এপিপি এ্যাড. কাজী সাব্বির আহমেদ জানান, আগামী ১০ অক্টোবর পরবর্তী দিন ধার্য করা হয়েছে। আজ মামুনুল হককে এ মামলায় শ্যোন অ্যারেস্ট করা হলো। আগামী ধার্য দিনে তার বিরুদ্ধে চার্জ গঠন করা হবে।

এর আগে, শুক্রবার বিকেলে মামুনুল হককে পুলিশি হেফাজতে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে খুলনা জেলা কারাগারে আনা হয়।

জানা গেছে, ২০১৩ সালের ২২ ফেব্রুয়ারি বিকেল সোয়া ৪টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাতিল, আটক করা যুদ্ধাপরাধীদের মুক্তি ও সরকার বিরোধী শ্লোগান দিয়ে জামায়েতে ইসলামী, বিএনপি ও হেফাজতে ইসলামীসহ ১২ দলের প্রায় তিন হাজার মানুষ মিছিল বের করে।

মিছিলটি নগরীর ডাকবাংলা এবং ময়লাপোতা মোড় হয়ে শিববাড়ি মোড়ে গণজাগরণ মঞ্চের দিকে যাচ্ছিল। ফুজি কালার ল্যাবের সামনে মিছিলটি গেলে পুলিশি বাধার সম্মুখীন হয়। ওই সময়  মিছিলে অংশগ্রহণকারীরা পুলিশের ওপর ককটেল বোমা ও গুলি নিক্ষেপ করতে থাকে। তখন পুলিশও আত্মরক্ষার্থে ২০ রাউন্ড ফাঁকা গুলি করে। নিক্ষিপ্ত বোমার আঘাতে কিছু পুলিশসদস্য আহত হয়। আহতদেরকে খুলনা মেডিক‌্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ছত্রভঙ্গ হয়ে গেলে সেখান থেকে ২৬ জনকে আটক করে থানায় আনা হয়।

এ ঘটনায় ২০১৩ সালের ২২ ফেব্রুয়ারি খুলনা মহানগর ইমাম পরিষদের কয়েকজন নেতা ও হেফাজত ইসলামীর নেতা মাওলানা মামুনুল হকসহ ২৬ জনের বিরুদ্ধে সোনাডাঙ্গা থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন এসআই আলমগীর কবীর। যার নং ২৩।

২০১৫ সালের ২১ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা এস আই মোক্তার হোসেন ১০৭ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।

(ঊষার আলো-আরএম)