ঊষার আলো ডেস্ক : গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে খুলনার ৫টি হাসপাতালে আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। রোববার সকাল ৮টা থেকে সোমবার (২৬ জুলাই) সকাল ৮টা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় এদের মৃত্যু হয়।
যাদের মধ্যে খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু এবং উপসর্গে ৪ জনের মৃত্যু হয়েছে, করোনায় মৃত ৪ জন হলেন, নগরীর রায়পাড়া এলাকার ফজলুর রহমান (৭০), টুটপাড়া এলাকার সাহিদা বেগম (৬২), ঝিনাইদহের কোটচাদপুরের বজলুল হুদা (৬৫) এবং একই এলাকার পাশপাতিয়া এলাকার আব্দুর রহমান (৪৬)।
শহীদ শেখ আবু নাসের হাসপাতালের করোনা ইউনিটে তিন জনের মৃত্যু হয়। মৃত ব্যক্তিরা হচ্ছে, নগরীর দৌলতপুর পাবলা এলাকার তাহমিনা বেগম (৮৪), বাগেরহাটের ফকিরহাট উপজেলার গাউস শেখ (৬৫) এবং নড়াইলের কালিয়া থানাধীন কলাগাতী গ্রামের নয়ন ঘোষ (৩৫)।
সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে দুই জনের মৃত্যু হয়েছে। বেসরকারি গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালে চার জনের মৃত্যু হয়েছে, মৃতরা হলেন, ডুমুরিয়ার পলাশ সরকার (৩৬), নগরীর টুটপাড়ার তারিকুল ইসলাম (৬৩), নগরীর ধর্মসভার সপ্না বেগম (৪২) এবং দৌলতপুরের মাহবুবা বেগম (৪২), খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে নগরীর হাজী মহসিন রোডের আবুল বাশার ফারাজী (৫৫) নামে একজনের মৃত্যু হয়।
এছাড়াও, খুলনা ডেডিকেটেড হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন ১০৯ জন। এর মধ্যে রেড জোনে ৪২ জন, ইয়ালো জোনে ৩৪ জন এবং আইসিইউতে ২০ জন। খুলনার শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ৩৬ জন। এর মধ্যে আইসিইউতে রয়েছে ১০ জন। খুলনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩৩ জন, এর মধ্যে ১৭ জন পুরুষ ও ১৬ জন মহিলা। সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ৬৯ জন ভর্তি রয়েছেন।
(ঊষার আলো-আরএম)