UsharAlo logo
মঙ্গলবার, ৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খুলনার শীর্ষ সন্ত্রাসী নুর আজিমসহ আটক ৫

koushikkln
জানুয়ারি ১, ২০২৫ ৩:২৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক: খুলনায় তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী নূর আজিমসহ ৫ সন্ত্রাসীকে আটক করেছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের একটি চৌকস গোয়েন্দা টিম। আটককৃত অন্যান্য আসামিরা হলোঃ ফয়সাল আহমেদ দ্বিপ (২৫), রিয়াজুল ইসলাম রাজু (৩৫), মো: কামরুজ্জামান নাঈম (২৫) ও মো: রানা তালুকদার (২৯)। এদের প্রত্যেকের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদকসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। নূর আজিম কেএমপি’র তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। এছাড়া নূর আজিমের অনুসারীদের বিরুদ্ধে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। কেএমপি ডিবির ওসি মো: তৈমুর ইসলামের নেতৃত্বে একটি টিম আজ বুধবার (১ জানুয়ারি) ভোর রাতে ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।

খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের ওসি মো: তৈমুর ইসলাম জানান, আজ বুধবার (১ জানুয়ারী’২৫) ভোর রাতে খুলনা থেকে একটি টিম ঢাকার গুলশান, বাড্ডা, খিলক্ষেত, বসুন্ধরাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কেএমপি’র তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী টুটপাড়া মহিরবাড়ি খালপাড় এলাকার বাসিন্দা শানু মহুরির ছেলে নূর আজিম, দেয়ানা দত্ত এলাকার বাসিন্দা মোশারেফ হোসেনের পুত্র ফয়সাল আহমেদ দ্বিপ, খালিশপুর এলাকার বাসিন্দা মো: জাহাঙ্গীর আলম ফকরুলের ছেলে মো: কামরুজ্জামান নাঈম, নিরালা কাশেম নগর এলাকার বাসিন্দা বাবুল মতব্বরের ছেলে রিয়াজুল ইসলাম রাজু এবং খালিশপুর এলাকার বাসিন্দা শামসুল হক তালুকদারের পুত্র মো: রানা তালুকদার। এদের মধ্যে রিয়াজুল আল-আমিন হত্যা মামলার অন্যতম আসামী ও পূর্ববানিয়াখামার এলাকার বাসিন্দা সন্ত্রাসী দাদো মিজানের খালাতো ভাই।

ওসি মো: তৈমুর ইসলাম আরও বলেন, ডিবি পুলিশের একটি টিম বুধবার ভোর রাতে ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের নিয়ে টিমটি দুপুর ২টায় খুলনা ডিবি কার্যালয়ে পৌছেছে। আটককৃত আসামিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, মাদকসহ একাধিক মামলা রয়েছে।

ঊআ/বিএস