UsharAlo logo
শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

খুলনার সাংবাদিক পপলুর সুস্থতা কামনায় মোংলায় দোয়া 

koushikkln
মে ২০, ২০২১ ৯:৪৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : অসুস্থ হয়ে খুলনার একটি হাসপাতালে চিকিৎসাধীন মাছরাঙ্গা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি ও খুলনা প্রেসক্লাবের সহ-সভাপতি মোস্তফা জামাল পপলুর সুস্থতা কামনা করে মোংলায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। সুন্দরবন সাংবাদিক ফোরাম’র মোংলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে পৌর শহরের শ্রমকল্যাণ রোডের অস্থায়ী কার্যালয়ে এই দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন পৌর কেন্দ্রীয় বাজার জামে মসজিদের মোয়াজ্জিন হাফেজ মোঃ আঃ হালিম।

সাংবাদিক পপলুর দ্রুত সুস্থতা কামনা করে দোয়ায় অংশ নেন সংগঠনের সভাপতি সিনিয়র সাংবাদিক আহসান হাবিব হাসান, সাধারণ সম্পাদক আবু হোসাইন সুমন ও সাংবাদিক আবুল হাসান, নিজাম উদ্দিন, সোহাগ মোল্লা, এনামুল হক, হাফিজুর রহমান, মোঃ সোহল হাওলাদার ও আলী আজমসহ অন্যান্যরা।

সাংবাদিক মোস্তফা জামাল পপলু হৃদরোগে আক্রান্ত হয়ে খুলনা সিটি মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। একই সাথে আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনা করে দোয়া করা হয় মোংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ইত্তেফাক প্রতিনিধি এইচ দুলালের জন্যেও। তিনি অসুস্থ হয়ে খুলনার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।