UsharAlo logo
রবিবার, ৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

খুলনার হাসপাতালে করোনায় মৃত্যু ২০০ পৌঁছালো

usharalo
এপ্রিল ১৬, ২০২১ ১২:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

গত ২৭ দিনে মারা গেলেন ২৮ জন

বিশেষ প্রতিনিধি: খুলনায় আবারও করোনায় মৃত্যুর সংখ্যা বাড়ছে। গত ২৭ দিনে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন ২৮ জন রোগী। আর বৃহস্পতিার দুই রোগীর মৃত্যুর মধ্য দিয়ে হাসপাতালের করোনা ওয়ার্ডে মৃত্যের সংখ্যা ২০০তে পৌঁছেছে।
হাসপাতাল থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) হাসপাতালটিতে করোনায় আক্রান্ত হয়ে দুই জন মারা যান। তারা হলেন যশোর সদরের নুরুল ইসলাম (৫৫) ও খুলনা নগরীর পূর্ব বানিয়াখামার এলাকার শাহাজাহান আলী (৭০)। এর মধ্যে ১৯৯তম রোগী নুরুল ইসলাম গত ৬ এপ্রিল এবং ২০০তম রোগী শাহজাহান আলী ৮ এপ্রিল খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন।
হাসপাতাল থেকে জানা গেছে, ২০২০ সালের ১২ মে নূর আলম খান নামের এক ব্যক্তি করোনা উপসর্গ নিয়ে মারা যান। পরে তার শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। সেই হিসেবে তিনিই ছিলেন খুলনায় করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া প্রথম ব্যক্তি।
এরপর ২০২০ সালের ৫ সেপ্টেম্বর হাসপাতালে ৩ জন রোগী মারা যান। এর মধ্যে নগরীর করিমনগর এলাকার বাসিন্দা আজিজুর রহমান (৭০) ছিলেন মারা যাওয়া ১০০ তম রোগী।
পরিসংখ্যানে দেখা গেছে, হাসপাতালে চিকিৎসাধীন করোনা রোগী মৃত্যুর সংখ্যা চলতি বছরের জানুয়ারি মাসে কমে আসে। ফেব্রুয়ারি মাসে যা একেবারেই কমে যায়। ফেব্রুয়ারি মাসে মাত্র দুই জন মারা যান। এরপর টানা ৩২ দিন হাসপাতালে কোনো রোগী মারা যায়নি। গত ১৮ মার্চ হাসপাতালে আবারও এক রোগীর মৃত্যু ঘটে। এর মধ্য দিয়ে আবার দ্রুত গতিতে বাড়তে থাকে মৃত রোগীর সংখ্যা। বৃহস্পতিবার পর্যন্ত গত ২৭ দিনে মারা গেছেন ২৮ জন রোগী।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এ টি এম মঞ্জুর মোর্শেদ জানান, গত মাস থেকেই পরিস্থিতি খারাপ হতে থাকে। যা এখনও চলছে। বেশির ভাগ রোগীর ফুসফুসে সংক্রমণ হয়েছে বেশি। তারা আইসিইউতে মারা যাচ্ছেন। আমরা সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছি।