ঊষার আলো ডেস্ক : খুলনার ৪ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১১জনের প্রাণহানি হয়েছে। এদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ৯ জন এবং উপসর্গে ২ জনের মৃত্যু হয়।
মঙ্গলবার (২৭ জুলাই) পৃথক ভাবে হাসপাতাল কর্তৃপক্ষ জানান, খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ৩ জন করোনায় ও ২ জন উপসর্গে মারা যান। করোনায় মৃতরা হলেন, হরিণটানা এলাকার মরিয়ম (২১), মিয়াপাড়া এলাকার এমডি শরীফ (৭০) এবং দিঘলিয়ার পশুপতি দে (৬৪)। চিকিৎসাধীন রয়েছেন ১২৪ জন। এর মধ্যে রেড জোনে ৪২ জন, ইয়েলো জোনে ৪৭ জন এবং আইসিইউতে ২০ জন।’
খুলনার শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ১ জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি হচ্ছে, নূরনগর এলাকার রওশন আরা বেগম (৭৮)। হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি আছেন ৩৯ জন। এর মধ্যে আইসিইউতে ১০ জন।
খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ‘গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ৩ জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হচ্ছে, নগরীর লবনচরা এলাকার কাকলী (৪০), ডুমুরিয়ার মরিয়ম (৭০) এবং বাগেরহাট মোড়েলগঞ্জের আব্দুর রশিদ হাওলাদার (৮৫)। এখানে চিকিৎসাধীন ৩৫ জন। এদের মধ্যে ১৫ জন পুরুষ এবং ২০ জন মহিলা।
তবে, সিটি মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় কোনো রোগীর মৃত্যু হয়নি। করোনা ইউনিটে ভর্তি আছেন ৬৭ জন।’
গাজী মেডিকেল হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ২ জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হচ্ছে, খালিশপুরের হালদারপাড়ার আয়েশা হোসেন (৭১) এবং যশোর অভয়নগরের সুন্দলীর হরিশপুর এলাকার তন্বী সরকার (১৮)। হাসপাতালের চিকিৎসাধীন আছেন ৭৩ জন।
(ঊষার আলো-আরএম)