UsharAlo logo
শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খুলনার ৪ হাসপাতালে করোনায় ১৬ জনের প্রাণহানি

usharalodesk
জুলাই ২৯, ২০২১ ১২:১৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : গত ২৪ ঘণ্টায়  করোনা আক্রান্ত হয়ে খুলনার ৪টি হাসপাতালে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৮টা থেকে বৃহস্পতিবার (২৯ জুলাই) সকাল সাড়ে ৮টা পর্যন্ত সময়ে এদের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে ৭ জনের, গাজী মেডিকেল হাসপাতালে ৫ জনের, খুলনা জেনারেল হাসপাতালে ১জনের, ও শহীদ শেখ আবু নাসের হাসপাতালে ৩ জনের মৃত্যু হয়েছে।

তবে, বেসরকারি সিটি মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে  কোনো রোগীর মৃত্যু হয়নি। এ হাসপাতালটির করোনা ইউনিটে ৬১ জন ভর্তি রয়েছেন এবং আইসিইউতে ভর্তি ১০ জন।

এছাড়া, খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১২৬ জন। রেড জোনে ৪৬ জন, ইয়ালো জোনে ৪৮ জন এবং আইসিইউতে ২০ জন রয়েছে।

শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় মৃত ব্যক্তিরা হলেন,  বটিয়াঘাটার বুজবুনিয়া গ্রামের আলেয়া বেগম (৫৫), রূপসা উপজেলার করিমনগর এলাকার আবদুল আজিজ (৮০) ও নগরীর ডালমিল মোড়স্ত ময়লাপোতা মোড় এলাকার রোকেয়া বেগম (৬০)। বর্তমানে করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ৪২ জন। এর মধ্যে আইসিইউতে ১০ জন রয়েছে ।

খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় মৃত ব্যক্তি হলেন, ডুমুরিয়ার আসমা বেগম (৪০)। বর্তমানে হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছে ৪০ জন।

গাজী মেডিক‌্যাল হাসপাতালের করোনা ইউনিটে  গত ২৪ ঘন্টায় মৃত ব্যক্তিরা হলেন, খুলনার ১৫৯ পূর্ব বানিয়াখামারের মকবুল হোসেন খান (৬৫), দক্ষিণ টুটপাড়ার রেজিনা ফাতিমা (২৮), যশোরের বামনপাড়া গ্রামের মর্জিনা রহমান (৫৮), ঝিকরগাছার গদখালীর মিসেস বারিছুন্নেসা (৬০) ও চুয়াডাঙ্গা আলমনগরের রহিমা খাতুন (৫৫)। এ হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন ৭৫ জন।

(ঊষার আলো-আরএম)