UsharAlo logo
রবিবার, ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় অনলাইনে এসএসসি ফরম পূরণে পরীক্ষার্থীরা

ঊষার আলো
এপ্রিল ১১, ২০২১ ৯:০২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশের সুবিধাকে কাজে লাগিয়ে সর্বপ্রথম যশোর শিক্ষা বোর্ডের অধীনে ২০২১ সালের এসএসসি পরীক্ষার ফরম ফিলাপ পরীক্ষার্থীরা নিজেরাই ঘরে বসে পূরণ করছে। উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির পরীক্ষার্থীরা স্ব-স্ব বিদ্যালয় থেকে রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহ করে ঘরে বসে বোর্ড নির্ধারিত ফি অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে জমা দিয়ে ফরম পুরণ করছে।
ফলে মহামারী করোনাভাইরাস এ স্বাস্থ্য সুরক্ষা রেখে শিক্ষার্থীরা ঘরে বসেই এবারের এসএসসির ফরম ফিলাপ সুষ্ঠুভাবে সম্পন্ন করবে বলে আশা প্রকাশ করছে।
যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এর এক প্রজ্ঞাপনের মাধ্যমে এবারই প্রথম অনলাইনের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেরাই তাদের পরীক্ষার ফরম ফিলাপ নিজেরাই পূরণ করবে এবং অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে তারা টাকা পরিশোধ করবে।
রূপসা উপজেলার কমরেড রতনসেন কলেজিয়েট গার্লস স্কুলের শিক্ষার্থী নাহলা ওয়ামিয়া শীন নিজ বাড়িতে বসেই অনলাইনে ফরম ফিলাপ করছে।

(ঊষার আলো-এমএনএস)