UsharAlo logo
রবিবার, ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

খুলনায় আটক জেএমবিকর্মী ৫ দিনের রিমান্ডে

usharalo
ফেব্রুয়ারি ২৮, ২০২১ ১১:০৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক: নগরীর গোবরচাকা এলাকা থেকে গ্রেফতার হওয়া জেএমবি সদস্য রাজু হাওলাদারের(২৭) ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার (২৮ ফেব্রুয়ারি) খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সারওয়ার আহমেদ এরিমান্ড মঞ্জুর করেন। এরআগে, মামলার তদন্ত কর্মকর্তা সোনাডাঙ্গা থানার এস আই আশরাফুল আলম ১০ দিনের রিমান্ড আবেদন জানিয়ে আসামী রাজুকে আদালতে সোপর্দ করেন।
উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি ভোর পৌনে ৫টায় সোনাডাঙ্গা থানাধীন গোবরচাকা গাবতলা মোড়স্থ নুরুজ্জামানের টিসেডের বাড়ীতে অভিযান চালায় পুলিশ। এসময় ভাড়াটিয়া আবজাল হাওলাদারের পুত্র আসামী রাজু হাওলাদার কে গ্রেফতার করা হয়। এরপর গ্রেফতারকৃত রাজু পুলিশের কাছে স্বীকার করে, সে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) এর সক্রিয় সদস্য। দীর্ঘ দিন আসামী রাজু বেনামী ফেসবুক আইডি ও টেলিগ্রাম আইডির বিভিন্ন পোস্ট পড়ে জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয় এবং অন্যদেরকেও জঙ্গিবাদে উদ্বুদ্ধ করে আসছিলেন। এঘটনায় ২৬ ফেব্রুয়ারি সোনাডাঙ্গা থানায় মামলা দায়ের হয়েছে যার নং ৩৬। পুলিশ জানায়, মামলাটির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তসহ ঘটনার মূল রহস্য উদঘাটন এবং জঙ্গিবাদের সাথে জড়িত পলাতক আসামীদের হেফাজতে থাকা আলামত উদ্ধারের পাশাপাশি তাদের গ্রেফতারের নিমিত্তে আসামী রাজুকে রিমান্ডে আনা হয়েছে।