UsharAlo logo
শুক্রবার, ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় আরও ৩১ জনের করোনা পজিটিভ, মৃত্যু ১

ঊষার আলো
এপ্রিল ৫, ২০২১ ৫:০৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : গত ২৪ ঘন্টায় খুলনা জেলায় করোনা ভাইরাসে আরও ৩১ জন আক্রান্ত ও একজনের মৃত্যু হয়েছে। সোমবার(৫ এপ্রিল) খুলনার সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদ সাক্ষরিত গত ২৪ ঘন্টার করোনা প্রতিবেদন সূত্রে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সময়ে খুলনা জেলায় মোট ৩১ জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে খুলনা সিটিতে ২৫ জন, এছাড়া বিভিন্ন উপজেলার মধ্যে রূপসায় ১ জন, দিঘলিয়ায় ২ জন, ফুলতলা ১ জন এবং ডুমুরিয়ায় ২ জন রয়েছে। আক্রান্তদের মধ্যে ১৯ জন পুরুষ ও ১২ জন মহিলা রয়েছে। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৭৩টি, কোভিড হাসপাতালে অবস্থান ২৯ জনের। আইসিইউ তে রয়েছে ৬ জন। এ পর্যন্ত খুলনায় করোনায় মোট ১২২ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে খুলনা সিটিতে রয়েছে ৯৫ জন ও বিভিন্ন উপজেলায় রয়েছে ২৭ জন। এপর্যন্ত করোনা থেকে মোট সুস্থ হয়েছে ৭ হাজার ৩শ ৫৬জন। এর মধ্যে খুলনা সিটিতে রয়েছে ৫ হাজার ৮শ ৯৩ জন।

(ঊষার আলো-আরএম)