UsharAlo logo
মঙ্গলবার, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় আরও ৭৪ জনের করোনা পজিটিভ, মৃত্যু ১

usharalodesk
এপ্রিল ১০, ২০২১ ৪:৫৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : গত ২৪ ঘন্টায় খুলনা জেলায় করোনা ভাইরাসে আরও ৭৪ জন আক্রান্ত ও একজনের মৃত্যু হয়েছে। শনিবার (১০ এপ্রিল) খুলনার সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদ সারিত গত ২৪ ঘন্টার করোনা প্রতিবেদন সূত্রে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘন্টায় খুলনায় মোট ৭৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে খুলনা সিটিতে ৬৬ জন, এছাড়াও বিভিন্ন উপজেলার মধ্যে বটিয়াঘাটায় ৩ জন, ফুলতলায় ১ জন, ডুমুরিয়ায় ৩ জন ও পাইকগাছায় ১ জন রয়েছে। আক্রান্তদের মধ্যে ৪০ জন পুরুষ ও ৩৪ জন মহিলা রয়েছে। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৮৭টি, কোভিড হাসপাতালে রয়েছে ৪৭ জন ও আইসিইউতে রয়েছে ৮ জন।
এ পর্যন্ত খুলনায় করোনায় মোট ১২৫ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে খুলনা সিটিতে রয়েছে ৯৭ জন ও বিভিন্ন উপজেলায় রয়েছে ২৮ জন। এপর্যন্ত করোনা থেকে মোট সুস্থ হয়েছে ৭ হাজার ৩শ ৯৮জন। এর মধ্যে খুলনা সিটিতে রয়েছে ৫ হাজার ৯শ ২৮ জন।

(ঊষার আলো-আরএম)