ঊষার আলো ডেস্ক : গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে খুলনায় চার জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার (৩১) সকাল ৮টা পর্যন্ত সময়ে খুলনার ডেডিকেটেড করোনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এদের মৃত্যু হয়। তবে ২৪ ঘন্টায় অপর ৪টি হাসপাতালে কারও মৃত্যু হয়নি।
এর আগে গত শুক্রবার ৮ জন, বৃহস্পতিবার ১৬ জন ও বুধবার খুলনাতে ১১ জনের মৃত্যু হয়। এছাড়া গত ৯ জুলাই খুলনায় সর্বোচ্চ রেকর্ড মৃত্যু হয়েছিল ২৭ জনের।
খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হচ্ছে, খুলনা নগরীর নিরালা এলাকার শামীম আক্তার (৩৫), খুলনা সদরের মো. রাজু (২২), ফুলতলার সাথী বেগম (৩২), রূপসার পলি বেগম (৩৫)। এ হাসপাতালটিতে চিকিৎসাধীন ১৩৩ জনের মধ্যে রেড জোনে ৫০ জন, ইয়ালো জোনে ৪৯ জন এবং আইসিইউতে ২০ জন।
খুলনার শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় কেউ মারা যায়নি। তবে, হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ৪২ জনের মধ্যে আইসিইউতে আছেন ১০ জন।
খুলনা জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় কোনো রোগীর মৃত্যু হয়নি। চিকিৎসাধীন আছেন ৪০ জন এর মধ্যে ১৬ জন পুরুষ ও ২৪ জন মহিলা।
সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে টানা ৪দিন কোনো রোগীর মৃত্যু হয়নি। বেসরকারি এ হাসপাতালটির করোনা ইউনিটে ভর্তি আছেন ৬১ জন। এর মধ্যে আইসিইউতে ভর্তি ৯ জন।
গাজী মেডিক্যাল হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় কোনো রোগীর মৃত্যু হয়নি। এ হাসপাতালে চিকিৎসাধীন আছেন আরও ৭০ জন। এরমধ্যে আইসিইউতে ৩ জন।
(ঊষার আলো-আরএম)