ঊষার আলো রিপোর্ট : খুলনায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে খুমেকে’র করোনা হাসপাতালে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৪৪ জনে। খুমেকে’র আরএমও সুহাস রঞ্জন হালদার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ ঘণ্টায় দুই জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন একজন। একই সময়ে করোনা উপসর্গে আরও একজন মারা গেছেন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৫৩ জন রোগী। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ৪ জন।
করোনা হাসপাতাল সূত্রে জানা যায়, বুধবার (১২ মে) দিবাগত রাতে করোনায় শাহনাজ ইসলাম (৫৪) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। তিনি মহানগরীর মিয়া পাড়া এলাকার তরিকুল ইসলামের স্ত্রী। গত ৯ মে করোনা আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। বুধবার (১২ মে) রাতে মারা যান তিনি। এছাড়া করোনার উপসর্গ নিয়ে আরও এক রোগীর মৃত্যু হয়েছে।
(ঊষার আলো-এমএনএস)