UsharAlo logo
মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ৫

ঊষার আলো
জানুয়ারি ১৯, ২০২৩ ৭:৪১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : খুলনা মেট্টোপলিটন পুলিশের মাদক বিরোধী অভিযানে নগরীর দুইটি থানা এলাকা হতে এক কেজি ৪শ’ গ্রাম গাঁজা ও ২৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ পাঁচ জন গ্রেফতার হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকাল ৮ টার পূর্ববর্তী ২৪ ঘন্টায় থানা পুলিশ ও ডিবির অভিযানে এ উদ্ধার-গ্রেফতার হয়েছে।

এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪টি মামলা দায়ের হয়েছে।

কেএমপি সূত্র জানায়, কেএমপির অভিযানে খুলনা সদর ও হরিনটানা থানা এলাকা হতে মোঃ সাগর সরদার (২২), মোঃ রেজাউল ইসলাম (২৩), আবির হাসান (২৫), মোঃ ইসরাফিল হোসেন (২৮) এবং জেড এম হাসানুথ (২৫) নামে পাঁচ জন গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার হয়েছে।

আসামিদের আদালতে সোপর্দের পর কারাগারে পাঠানো হয়েছে।