UsharAlo logo
সোমবার, ২১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

খুলনায় জাপা নেতা কাশেম হত্যা মামলার আসামীদের আত্মপক্ষ সমর্থন সোমবার

usharalodesk
মার্চ ১৪, ২০২১ ১১:১৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : খুলনা মহানগর জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক শেখ আবুল কাশেম হত্যা মামলার আসামীদের পরীক্ষা ও আত্মপক্ষ সমর্থনের সুযোগ সোমবার (১৫মার্চ)। খুলনার জননিরাপত্তা বিঘœকারি অপরাধ দমন ট্রাইব্যুনাল আদালতে এ চাঞ্চল্যকর হত্যা মামলার সাক্ষ্য গ্রহন শেষে আদালত এ দিন ধার্য্য করেন। আদালতে আলোচিত এ হত্যা মামলায় অবসরপ্রাপ্ত ম্যাজিষ্ট্রেট সগীর আহমেদের স্বাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে এ মামলার ১৯ জনের স্বাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। আদালতের বেঞ্চ সহকারি মুরাদ গাজী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ সোমবার আসামীদের ৩৪২ ধারা পরীক্ষার জন্য দিন ধার্য্য রয়েছে। পরবর্তীতে মামলায় যুক্তিতর্ক শুরু হবে।
আদালতের সংশ্লিষ্ট সূত্রে প্রকাশ, ১৯৯৫ সালের ২৫ এপ্রিল নগরীর স্যার ইকবাল রোডের বেসিক ব্যাংকের সামনে জাপা নেতা শেখ আবুল কাশেম ও তার গাড়ির চালক মিকাইলকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় খুলনা সদর থানায় হত্যা মামলা দায়ের করা হয়। এ মামলার আসামীদের মধ্যে দু’জন মারা গেছে, একজন জামিনে রয়েছে ও ছয়জন পলাতক রয়েছে। সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আঃ গফ্ফার বিশ্বাস জামিনে রয়েছেন। মারা গেছে ইখতিয়ার উদ্দীন বাবলু ও মনির মীর। পলাতক রয়েছে জাপা নেতা মুশফিকুর রহমান, তার ভাই ওয়াছিকুর রহমান ও মফিজুর রহমান, তরিকুল ইসলাম টপি, তারেক ও মিল্টন।