UsharAlo logo
শনিবার, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

খুলনায় দুই লাখ ৮২ হাজার টাকার জাল নোটসহ গ্রেফতার ৩

koushikkln
এপ্রিল ১১, ২০২২ ১১:৪০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : খুলনায় দুই লাখ ৮২ হাজার টাকার জালনোট তিনজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১১ এপ্রিল) দুপুরে নগরীর মির্জাপুর এলাকা থেকে উক্ত জাল টাকাসহ ওই তিনজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে বাগেরহাট জেলার বাসিন্দা মা. সাঈদ মোল্লা (৩৫) এবং তার সহযোগী সিলেটের কুলাউড়া উপজেলার বাসিন্দা মো. জমির উদ্দিন (৩৯) ও মো. সানি আহমেদ (২৮)।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) গোয়েন্দা শাখার ডেপুটি কমিশনার (ডিসি) বিএম নুরুজ্জামান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২ লাখ ৮৩ হাজার টাকার জাল নোটসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে এখনো অভিযান চলছে। ঈদ মার্কেটে তাদের জাল নোট ছড়ার টার্গেট ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

অভিযান পরিচালনাকারী কেএমপির এডিসি খন্দকার লাবনী বলেন, নগরীর ১৯নম্বর মির্জাপুর রোডের বাসিন্দা শফিকুল ইসলাম মানিকের বাড়িতে বাসা ভাড়া নিয়ে বাগেরহাটের বাসিন্দা মো. সাঈদ মোল্লা বসবাস করতেন। তার বাসায় অভিযান চালিয়ে তাকে ও তার দুই সহযোগী সিলেটের কুলাউড়ার বাসিন্দা মো. জমির উদ্দিন ও মো. সানি আহমেদকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ২ লাখ ৮২ হাজার টাকার জাল নোট জব্দ করা হয়েছে।

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গত রবিবার জাল নোটের চালানটি খুলনাতে ঢুকেছে। ঈদ মার্কেটকে টার্গেট করে তারা জালনোট ছাড়ার পরিকল্পনা নিয়েছিল। জনসমাগম ও ভিড় দেখে সেখানেই অল্প টাকার মালামাল কিনে এক হাজার টাকার নোট দিতো। এভাবেই বিনিময় করে বাজারে জাল টাকা ছাড়তো তারা।