UsharAlo logo
বুধবার, ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

খুলনায় ইউপি সদস্যকে মারধরের মামলায় আটক চেয়ারম্যান, অত:পর জামিন

usharalodesk
আগস্ট ১, ২০২১ ৪:০০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : খুলনায় সংরক্ষিত মহিলা সদস্যকে মারধরের মামলায় গ্রেফতারকৃত তেরখাদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় বারাসাত ইউপি চেয়ারম্যান কেএম আলমগীর হোসেনসহ ৩ জনের জামিন মঞ্জুর করেছেন আদালত। রোববার(১ আগস্ট) দুপুরে খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের জামিন প্রার্থনা করলে তা মঞ্জুর করা হয়।

এরআগে, রোববার (১ আগস্ট) বেলা সাড়ে ১১টায় খুলনা সদর থানা পুলিশ এদেরকে আটক করেছেন। আটককৃত অপর ব্যক্তিরা হচ্ছে, তেরখাদা উপজেলা যুবদল নেতা মিল্টন মুন্সি (৪৫) এবং স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সোহাগ মুন্সি (৩৪)।

জানা গেছে, গত ২৮ জুলাই সকলে নগরীর জেলখানাঘাটস্থ টোল প্লাজার সামনে রিনাকে মারপিট করা হয়। এসময় মেম্বার রিনার কাছে থাকা ১৫হাজার ২শ টাকা কেড়ে নিয়ে চলে যায়। এঘটনায় গত ২৮ জুলাই (বুধবার) একই ইউনিয়নের ৪, ৫, ৬ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য রিনা বেগম বাদী হয়ে খুলনা সদর থানায় এদের বিরুদ্ধে মামলা দায়ের করেন ।

(ঊষার আলো-আরএম)