UsharAlo logo
বুধবার, ৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

খুলনায় নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে সংক্রমণ

ঊষার আলো
জানুয়ারি ১৯, ২০২২ ১:২২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট: খুলনায় প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ। গত ২৪ ঘন্টায় খুলনায় ৯৪ জন আক্রান্ত হয়েছেন। এর আগে ১৮ জানুয়ারী ৫০, ১৭ জানুয়ারী ৫৪, ১৬ জানুয়ারী ২৫ এবং ১৫ জানুয়ারী ১৯ জন আক্রান্ত হয়েছিলেন।

খুলনার সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ জানান, গত ২৪ ঘন্টায় ২৬২ টি নমুনা পরীক্ষায় ৯৪ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৫ দশমিক ৮৮ শতাংশ।

আক্রান্তদের মধ্যে ৫৯ জন পুরুষ, ৩৫ জন নারী। খুলনা কোভিড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২০ জন। আইসিইউতে আছেন ১ জন। শুরু থেকে এ পর্যন্ত খুলনায় করোনা আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ৩১৮ জন। মারা গেছেন ৭৭৮ জন।