UsharAlo logo
রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

খুলনায় বৃদ্ধাকে একসাথে দু’বার করোনা টিকা!

koushikkln
আগস্ট ৭, ২০২১ ৫:৫৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক: খুলনা সোনাডাঙ্গা ময়লাপোতায় এক বৃদ্ধাকে একসাথে দু’বার করোনা টিকার ডোজ দেওয়ার অভিযোগ উঠেছে।
শনিবার বেলা ১২টার দিকে ৭৩ বছর বয়সী জহুরা বেগম নামে এক বৃদ্ধার ক্ষেত্রে এমন ঘটনা ঘটে। ওয়ার্ড ভিত্তিক গণ টিকাদান কর্মসূচীতে মডার্নার টিকার প্রথম ডোজ খুলনা সিটি কর্পোরেশনের নগর স্বাস্থ্য কেন্দ্র – ২ এর অস্থায়ী কার্যালয় সোনাডাঙ্গা ময়লাপোতা ঈদগাহ কেন্দ্রে এই অভিযোগ উঠেছে।
জহুরা বেগম জানান, খুলনার ১৭নং ওয়ার্ডের সোনাডাঙ্গার ময়লাপোতা কেসিসি স্টাফ কোয়ার্টারের বসবাস করেন তিনি। বাসার পাশেই ওই কেন্দ্রে  টিকা নিতে যান। সেখানে পর পর দুই জন টিকা কর্মী তাকে দু’বার টিকা দিয়েছেন।
এসময় তার সাথে ছিলেন প্রতিবেশী সুফিয়া বেগম। তিনি বলেন, জহুরা বেগম তার কাছে জিজ্ঞেস করেন তাকে কয়বার টিকা দেয়া হয়েছে।  তখন  একবার দেয়ার কথা জানালে জহুরা বেগম তাকে দুইবার টিকা দেয়ার কথা জানান। তখন বিষয়টি জানাজানি হয়।
তবে টিকা কেন্দ্রের দায়িত্ব পালনকারি নার্স বাবলু রানি রায় বলেন, অভিযোগ সত্য নয়। এমন কোন ঘটনা এ কেন্দ্রে ঘটেনি। বিকালে কেসিসি’র স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ স্বপন কুমার হালদার ওই বৃদ্ধার বাড়িতে গেলেও তিনি গণমাধ্যমের সামনে কোন কথা বলতে চাননি।
অন্যদিকে অভিযোগটি মিথ্যা জানিয়েছেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এ কে এম আব্দুল্লাহ। তিনি বলেন, মহিলা সুস্থ্য আছেন।