UsharAlo logo
শুক্রবার, ২৩শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় ১৭৫০ গ্রাম সোনাসহ গ্রেফতার ২

ঊষার আলো
জানুয়ারি ২৮, ২০২৩ ৮:০৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : খুলনায় ১৭৫০ গ্রামের ১৫টি সোনার বারসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। যার আনুমানিক মূল্য ১ কোটি ৪০ লক্ষ টাকা।

শনিবার (২৮ জানুয়ারি) দুুপুর সাড়ে ১২টার দিকে নগরীর জিরোপয়েন্ট এলাকা থেকে তা‌দের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছে ইমন ও আবুল হোসেন। তারা ২ জনই ঢাকার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন লবণচরা থানার অফিসার ইনচার্জ মো: এনামুল হক।

তিনি জানান, শনিবার (২৮ জানুয়ারি) সকালে টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি গাড়িতে খুলনায় আসেন তারা। সাড়ে ১২টার দিকে তারা জিরোপয়েন্ট এলাকায় সাতক্ষীরা যাওয়ার জন্য নামেন। ২ জনের পায়ের জুতার মধ্যে সোনার বারগুলো লুকানো থাকায় তাদের হাটতে কষ্ট হচ্ছিল। এ সময়ে তাদের হাটা দেখে থানার এক অফিসারের সন্দেহ হয়। তখন তাদের জিজ্ঞাসাবাদ করলে স্বীকার করে যে জুতার মধ্যে সোনার বার রয়েছে।

তিনি আরও বলেন, জিরোপয়েন্টে নেমে তারা সাতক্ষীরার বাসের সন্ধান করছিল। তারা সাতক্ষীরা হয়ে বারগুলো ভারতে পাচার করতে চেয়েছিল বলে তিনি জানান। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।