ঊষার আলো প্রতিবেদক : খুলনা জিলা স্কুলের, মন্নুজান স্কুলের, করোনেশন স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষিকা, বিশিষ্ট শিক্ষাবিদ মালেকা বেগম আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)
তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ছিলেন। মঙ্গলবার (২০ এপ্রিল) আনুমানিক সকাল ১১টা ৩০ মিনিটে আইসিইউতে চিকিৎসাকাধীন অবস্হায় তিনি ইন্তেকাল করেন । বাদ আসর স্বাস্থ্যবিধি মেনে খুলনা জিলা স্কুলে মরহুমার নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। রাতে তাঁর গ্রামের বাড়ি ফরিদপুরের শিবচরে মালেকা বেগমের পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে।
মালেকা বেগমের মৃত্যুতে ঊষার আলো পরিবার গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।