UsharAlo logo
রবিবার, ১৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

খুলনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট এমএম মুজিবর গ্রেফতার

ঊষার আলো প্রতিবেদক
এপ্রিল ২২, ২০২৫ ৫:৪৮ অপরাহ্ণ
Link Copied!

খুলনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক খুলনা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এম এম মুজিবর রহমানকে গ্রেফতার করেছে খুলনা মহানগর ডিবি পুলিশ।

মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেল ৪টার দিকে খুলনা মহানগরীর ময়লাপোতা থেকে তাকে গ্রেফতার করা হয়। কেএমপির মহানগর ডিবির ওসি মো: তৈমুর ইসলাম জানান, গ্রেফতারকৃত অ্যাড. এম এম মুজিবরের বিরুদ্ধে গত রোববার আওয়ামী লীগের ঝটিকা মিছিলের জন্য অর্থদাতা হিসেবে অভিযোগ রয়েছে। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দমানেরা জন্য নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগ ক্যাডারদের সহযোগিতায় আন্দোলন ব্যহত করতে বিভিন্ন প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করার অভিযোগ রয়েছে। তাকে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ঊআ-বিএস