UsharAlo logo
শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

খুলনা জেলা বিএনপি’র সদস্য সচিব বাপ্পীসহ ৩০ নেতাকর্মীর জামিন নামঞ্জুর; জেলহাজতে প্রেরণ

ঊষার আলো ডেস্ক
এপ্রিল ২৪, ২০২৪ ৫:৩৪ অপরাহ্ণ
Link Copied!

খুলনা জেলা বিএনপি’র সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পীসহ ৩০জন নেতাকর্মীকে জেলহাজতে প্রেরণ করেছে আদালত। উচ্চআদালতের আগাম জামিনের মেয়াদ শেষ হলে আজ বুধবার (২৪ এপ্রিল) দুপুর ১২টার দিকে জেলা ও দায়রা জজ আদালত খুলনার বিচারক মাহমুদা খাতুন জামিন শুণানী শেষে এ আদেশ দেন।

এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন খুলনা মহানগর ও জেলা বিএনপি নেতৃবৃন্দ। খুলনা জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খান এসব তথ্য নিশ্চিত করেন।

কারাগারে প্রেরিত অন্য নেতৃবৃন্দের মধ্যে রয়েছেন, খুলনা জেলা বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক সাবেক ইউপি চেয়ারম্যান খান জুলফিকার আলী জুলু, রূপসা উপজেলা বিএনপি’র সদস্য সচিব সাবেক ইউপি চেয়ারম্যান মোল্লা সাইফুর রহমান, পাইকগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হক, ২নং শ্রীফেলতলা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোঃ সাহাবুদ্দিন ইজাদার, ৫নং ঘাটভোগ ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক মোঃ সাইফুল ইসলাম পাইক, ১নং আইচগাতী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য, মোঃ জাকির হোসেন তালুকদার, মোঃ লায়েকুজ্জামান লাকু, ১নং আইচগাতী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য মোঃ কামাল উদ্দিন, রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ ফরহাদ হোসন, রূপসা উপজেলা জাসাস’র যুগ্ম আহবায়ক মোঃ খালিদ লস্কার,

পূর্ব রুপসা উপজেলা ছাত্র দলের আহ্বায়ক কাজী জাকারিয়া, পূর্ব রুপসা ছাত্র দলের যুগ্ম আহবায়ক মোঃ তরিকুল ইসলাম রনি, মোঃ আলমগীর শেখ, পাইকগাছা উপজেলা যুবদলের সদস্য সচিব কাউন্সিলর ইমরান হোসেন, পাইকগাছা পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল গাজী, পাইকগাছা পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ সোহেল গাজী, মোঃ ফারুক হোসেন, আমিনুল মল্লিক, মোঃ শিহাব সরদার, বাদশাহ সরকার, মোঃ আল আমিন শেখ প্রমুখ। ইতিপূর্বে রূপসা থানার মামলায় খুলনা জেলা বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক মোল্লা খাইরুল ইসলামকেও জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেন একই আদালত।

বিবৃতিতে নেতৃবৃন্দ জানিয়েছেন, পুলিশের দায়েরকৃত রূপসা থানার মামলায় খুলনা জেলা বিএনপির সদস্য সচিব শ্রীফলতলা ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান এসএম মনিরুল হাসান বাপ্পীসহ ২২জন নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করে আদালত। এছাড়াও পাইকগাছা থানার মামলায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান এসএম এনামল হকসহ ১০জনকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এরআগে গত ২২ এপ্রিল কাল্পনিক ও গায়েবী অভিযোগে পুলিশের দায়েরকৃত রাজনৈতিক প্রতিহিংসামুলক প্রহসনের মামলায় পাইকগাছা উপজেলা বিএনপি’র ১৬জন নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেছে আওয়ামী আজ্ঞাবহ আদালত। তারআগে, গত ১৬ এপ্রিল ডুমুরিয়া উপজেলা বিএনপি’র ৭৫জন নেতাকর্মীকে জেলহাজতে প্রেরণ করা হয়।

বিবোধী দল-মত দমন-নিপীড়নে ফ্যাসিষ্ট আওয়ামীলীগ দলীয় স্বার্থে আদালতকে ব্যবহারের নির্লজ্জ হস্তক্ষেপে বিশ^রেকর্ড করেছে অভিযোগ করেছে খুলনা বিএনপি’র নেতৃবৃন্দ। আইনের শাসন লঙ্ঘন করে তীব্র তাপদহনের মধ্যে ধারণক্ষমতার পাঁচগুণের অধিক ঠাসাঠাসির মধ্যে গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলনরত বিএনপি’র লড়াকু সৈনিকদের কারাগারে নিক্ষেপ করছে আওয়ামী লীগ। নির্বিকারে কারাগারে নিক্ষেপ করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে বিএনপি।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেছেন, অবৈধ শেখ হাসিনা সরকার সীমাহীন লুটপাটে বাংলাদেশ আজ দেউলিয়াত্ব অবস্থা। জনগনের মৌলিক অধিকার ও স্বাধীনতা হরণ করে পাশ্ববর্তী দেশের প্রেসক্রিপশনে দেশ পরিচালনা ব্যর্থ ফ্যাসিষ্ট সরকারের হাতে দেশের সার্বিক সার্বভৌমত্ব হারাতে বসেছে। জনগনের সামনে তথ্যভিত্তিক এসব চিত্র তুলে ধরায় বিএনপির প্রথম সারির নেতাদের পুলিশের দায়েরকৃত গায়েবী মামলায় শেখ হাসিনার আজ্ঞাবহ আদালতে প্রহসনের রায়ে নির্বিকারে সাজা ঘোষণা করে বাংলাদেশে এক ঘৃণ্য বর্বরোচিত ইতিহাস রচনা করেছে আওয়ামী লীগ। এতে শেখ হাসিনা সরকারের শেষ রক্ষা হবে না ইনশাআল্লাহ্। সর্বকালের ঘৃণ্য বর্বরোচিত ইতিহাসের মাফিয়া রানী হিসেবে শেখ হাসিনার নাম চিরদিন স্মরণ রাখবে বাংলাদেশ।

বিবৃতিদাতারা হলেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, খুলনা মহানগর বিএনপির আহবায়ক এ্যাড. শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান ও মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন প্রমুখ।।