UsharAlo logo
সোমবার, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

খুলনা প্রেসক্লাব মিডিয়া কাপ ক্রিকেটে দৈনিক খুলনা ও পূর্বাঞ্চলের জয়

koushikkln
নভেম্বর ১৬, ২০২২ ৬:৫৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ক্রীড়া প্রতিবেদক : খুলনা প্রেসক্লাবের আয়োজনে ও  বিশ্বাস  প্রোপার্টিজ এর ব্যবস্থাপনায় “বিশ্বাস প্রোপার্টিজ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২২’’ এর দ্বিতীয় দিনের খেলায় দৈনিক খুলনা ও দৈনিক পূর্বাঞ্চল নিজ নিজ খেলায় জয়লাভ করছে।

বুধবার (১৬ নভেম্বর) খুলনা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে দিনের প্রথম খেলায় দৈনিক খুলনা ৭১ রানে দৈনিক আজকের তথ্যের বিরুদ্ধে জয় পায়। প্রথমে ব্যাট করে দৈনিক খুলনা নির্ধারিত ২০ ওভারে ৪ ইউকেট হারিয়ে ১৬৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে আজিজুর রহমান তন্ময় ৫৮ বলে ৯৪ রান করেন। এছাড়া শাকিব হোসেন শোভন ৩৫ বলে করেন ৩৮ রান। জবাবে ব্যাট করতে নেমে দৈনিক আজকের তথ্য নির্ধারিত ২০ ওভারে ৭ ইউকেট হারিয়ে ৯৭ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে মারুফ মিনা ২১ বলে সর্বোচ্চ ১৭ রান করেন। বিজয়ী দলের আজিজুর রহমান তন্ময় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন।

অপর খেলায় দৈনিক পূর্বাঞ্চল ৩৪ রানে দৈনিক সময়ের খবরের বিরুদ্ধে জয় পায়। প্রথমে ব্যাট করে দৈনিক পূর্বাঞ্চল নির্ধারিত ২০ ওভারে  ৩ ইউকেট হারিয়ে ১৬১ রান সংগ্রহ করে। দলের পক্ষে এস ওয়াহিদুজ্জামান ৩৬ বলে সর্বোচ্চ ৫৮ রান করেন। এছাড়া মোহাম্মদ আলী সনি করেন ২৩ বলে ৩৩ রান এবং প্রশান্ত বাছাড়ের ব্যাট থেকে আসে ৪৪ বলে ৩২ রান। জবাবে ব্যাট করতে নেমে দৈনিক সময়ের খবর নির্ধারিত ২০ ওভারে ৯টি ইউকেট হারিয়ে ১২৭ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে বশির হোসেন ৪৪ বলে সর্বোচ্চ ৪১ রান করেন। বিজয়ী দলের এস ওয়াহিদুজ্জামান ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন।

আগামী ১৯ নভেম্বর একই মাঠে লীগ পর্বের শেষ দু’টি খেলা অনুষ্ঠিত হবে। দিনের প্রথম খেলা সকাল ৯টায় দৈনিক আজকের তথ্য বনাম দৈনিক সময়ের খবর এবং দুপুর ১টায় দ্বিতীয় খেলায় দৈনিক খুলনা-দৈনিক পূর্বাঞ্চল পরস্পরের মুখোমুখি হবে। এবারের এই টুর্নামেন্টে ৪টি দল অংশ নিচ্ছে। লীগ ভিত্তিক এই টুর্নামেন্টে অংশ নেয়া সর্বোচ্চ পয়েন্টধারী দুই দল আগামী ২০ নভেম্বর একই মাঠে ফাইনালে পরস্পরের মুখোমুখি হবে।