UsharAlo logo
সোমবার, ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খুলনা বিভাগে করোনায় আরও ৪০ জনরে প্রাণহানি

usharalodesk
জুলাই ১৭, ২০২১ ১:৩৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : খুলনা বিভাগে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৪০ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আরও ৫৩৯ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে বিভাগে শনাক্তের সংখ্যা ছাড়িয়েছে ৮০ হাজার । শনিবার (১৭ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের সূত্র এ বিষয়টি জানিয়েছেন। শুক্রবার (১৬ জুলাই) বিভাগে ৩২ জনের মৃত্যু  এবং এক হাজার ৪৯৭ জনের করোনা শনাক্ত হয়েছিল।

জানা যায়, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে বিভাগের মধ্যে খুলনা ও যশোর জেলায় সর্বোচ্চ ১০ জন করে ব্যক্তির মৃত্যু হয়েছে। বাকিদের মধ্যে কুষ্টিয়ায় ৮ জন, চুয়াডাঙ্গায় ৫ জন, ঝিনাইদহ ও মেহেরপুরে ৩ জন করে ও মাগুরায় ১ জন মারা গেছেন। খুলনা বিভাগে ১ম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। সংক্রমণের শুরু থেকে শনিবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৮০ হাজার ৭৬ জনের। এর মধ্যে মৃত্যু হয়েছে এক হাজার ৮৪৪ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫১ হাজার ৬৬৫ জন।

(ঊষার আলো-আরএম)