UsharAlo logo
রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

খুলনা বিভাগে করোনায় আরও ১৯ মৃত্যু ও শনাক্ত ৫৭১

usharalodesk
জুলাই ৩১, ২০২১ ১:১৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে করোনা আক্রান্ত হয়ে ১৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছে ৫৭১ জনের দেহে।

শনিবার (৩১ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানানো হয়েছে।এর আগে শুক্রবার বিভাগে ৩৪ জনের মৃত্যু ও ৭৯৩ জনের শনাক্ত হয়েছিল।

সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ৫ জনের মৃত্যু হয়েছে কুষ্টিয়ায়। বাকিদের মধ্যে খুলনায় ৪ জন, যশোর ও ঝিনাইদহে ৩ জন করে, চুয়াডাঙ্গায় ২ জন, বাগেরহাট ও মেহেরপুরে ১ জন করে মারা গেছেন।

এ পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট ৯২ হাজার ৯৩২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আর আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৩৮৮ জন। সুস্থ হয়ে বাড়ি গেছেন ৬৮ হাজার ৭৮৬ জন।

(ঊষার আলো-আরএম)