UsharAlo logo
রবিবার, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

খুলনা বিভাগে করোনায় আরও ১০ জনের মৃত্যু

usharalodesk
আগস্ট ২৩, ২০২১ ৩:০০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে করোনায় আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আরও ৩৭৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। সোমবার (২৩ আগস্ট) বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ৭ জনের মৃত্যু হয়েছে কুষ্টিয়ায়। এছাড়া নড়াইলের ২ জন ও বাগেরহাটের ১ জন মারা গেছে।

খুলনা বিভাগের মধ্যে করোনা রোগী প্রথম শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। সংক্রমণের শুরু থেকে এ পর্যন্ত বিভাগে মোট এক লাখ ৬ হাজার ৯৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্ত হয়ে মারা গেছেন দুই হাজার ৯২৯ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯২ হাজার ৯৩২ জন।

(ঊষার আলো-আরএম)