ঊষার আলো ডেস্ক : করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে আরও ৩১ জনের মৃত্যু হয়েছে। এসময় নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৮৬৬ জন। এনিয়ে খুলনা বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে দুই হাজার ২৯৪ জনে এবং আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৯০ হাজার ৫৪৯ জনে। বুধবার (২৮ জুলাই) খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানানো হয়েছে।
জানা যায়, গত ২৪ ঘণ্টার ব্যবধানে বিভাগের মধ্যে খুলনা জেলায় মারা গেছেন ৯ জন এবং আক্রান্ত হয়েছেন ১৭৬জন। এদিকে, যশোর জেলায় মারা গেছেন ৬ জন ও আক্রান্ত হয়েছেন ৬৫ জন, বাগেরহাটে মৃত্যু হয়েছে এক জন ও আক্রান্ত ৫৭ জন, তবে সাতক্ষীরায় মৃত্যু নেই, আক্রান্ত ৬৫ জন, নড়াইলেও মৃত্যু নেই ও আক্রান্ত ৫৩৮ জন, মাগুরায় মৃত্যু ৩ জন ও আক্রান্ত ৬০ জন, ঝিনাইদহে মৃত্যু ৪ জন ও আক্রান্ত ৭৬ জন, কুষ্টিয়ায় মৃত্যু ৫ জন ও আক্রান্ত ২২৭ জন, চুয়াডাঙ্গায় মৃত্যু ২ জন ও আক্রান্ত ৫৪ জন, মেহেরপুরে মৃত্যু ১ জন ও আক্রান্ত হয়েছেন ৪৮ জন।
(ঊষার আলো-আরএম)