UsharAlo logo
বুধবার, ১৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খুলনা বিভাগে ৯টি টিমের ভোক্তা-অধিকারের অভিযান

ঊষার আলো প্রতিবেদক
ডিসেম্বর ১, ২০২৪ ৮:১৭ অপরাহ্ণ
Link Copied!

বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় ও খুলনা বিভাগের আওতাধীন বিভিন্ন  জেলা কার্যালয় কতৃক ভোক্তা অধিকারের  ৯টি  টিম তদারকিমূলক অভিযান আজ রোববার ( ১ লা ডিসেম্বর) পরিচালনা করে। এসময়ে নিত্য প্রয়োজনীয়  দ্রব্য সামগ্রী, চাল, ঔষধ, ডায়াগনস্টিক, আলু, দেশি পেয়াজ, মুরগির বাজার ও ডিমের বাজার দর ও ক্রয় ভাউচার যাচাই করা হয় এবং সকল ব্যবসায়ীকে সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেয়া হয়।

তদারকিকালে সরকার নির্ধারিত মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রির জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং কেউ সরকার নির্ধারিত মূল্যের থেকে বেশি মূল্য নিলে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের হুশিয়ারি দেওয়া হয়। অভিযান কালে খুলনা বিভাগের বিভিন্ন জেলায় বাজার তদারকি ও জরিমানা করা হয়। এ সময়ে বিভিন্ন অনিয়মের অভিযোগ পাওয়ায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ১ লাখ সাড়ে ৪ হাজার টাকা জরিমানা করেছেন। এর মধ্যে খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিম এর নেতৃত্বে দৌলতপুর থানার দৌলতপুর এলাকায়  অভিযান চালিয়ে ১টি প্রতিষ্ঠান-কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব এর নেতৃত্বে বটিয়াঘাটা ও খুলনা  মহানগরীর দক্ষিন হরিণটানা, রিয়া বাজার  ও নিরালা বাজার  এলাকায়  অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠান-কে ৮ হাজার টাকা জরিমানা, যশোর জেলা কার্যালয়ের সহকারী সৈয়দা তামান্না তাসনিমের নেতৃত্বে সদর  উপজেলার আরবপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে দুটি  টি প্রতিষ্ঠান-কে ৫ হাজার টাকা জমিমানা করেন। সাতক্ষীরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো নাজমুল হাসানের নেতৃত্বে সদর উপজেলার সুলতানপুর ও মনিজাতপুত সাতক্ষীরা  বাজার  এলাকায় অভিযান চালিয়ে ১ টি প্রতিষ্ঠান-কে ১ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

 ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহের এর নেতৃত্বে কালিগঞ্জ উপজেলার চাপরাইল বাজার এলাকায়  অভিযান চালিয়ে ২ টি প্রতিষ্ঠান-কে ১৩ হাজার টাকা  জরিমানা আদায় করা হয় । চুয়াডাঙ্গা  জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো সজল আহম্মেদ এর নেতৃত্বে দামুহুদা  উপজেলার ব্রিজরোড ও উপজেলা গেট এলাকায় অভিযান চালিয়ে ২ টি প্রতিষ্ঠান-কে ২৫ হাজার  টাকা জরিমানা করা হয়। কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল এর  নেতৃত্বে মিরপুর উপজেলার  থানা সড়ক ও পশুহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে ০১ টি প্রতিষ্ঠান-কে ১৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

 নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হাসান এর নেতৃত্বে লোহাগড়া উপজেলার  লোহাগড়া বাজার  এলাকায়  অভিযান চালিয়ে ০৫টি প্রতিষ্ঠান-কে ১০ হাজার ৫ শত  টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় । এছাড়া বাগেরহাট  জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এর নেতৃত্বে সদর উপজেলার বারই পাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ৩ টি প্রতিষ্ঠান-কে ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় ।

একদিনের অভিযানে  ১৮ টি প্রতিষ্ঠানকে ১ লাখ সাড়ে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।  অভিযান চলাকালে ব্যবসায়ীদেরকে সচেতন করার পাশাপাশি বাধ্যতামূলকভাবে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন ও ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করার নির্দেশনা দেয়া হয়।

ঊ-আ/ এইচআর