UsharAlo logo
শনিবার, ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

খুলনা ৫নং লঞ্চ ঘাট এলাকায় ফেন্সিডিলসহ নারী গ্রেফতার

ঊষার আলো
জানুয়ারি ২১, ২০২৩ ৯:৫০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : খুলনা মহানগরীর ২১ নম্বর ওয়ার্ডের ৫ নং ঘাট এলাকার গ্রীণল্যান্ড আবাসন এলাকার বি ব্লক থেকে ৪০ বোতল ফেন্সিডিলসহ এক নারীকে গ্রেফতার করেছে খুলনা ডিবি (কে এম পি) পুলিশের একটি দল।

শনিবার (২১ জানুয়ারি) ডিবি’র পরিদর্শক মোঃ শাহাজাহানের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান চালিয়ে মোসাঃ বেগম (৫৬) নামক এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

স্থানীয় সুত্রে জানা যায়, বেগম এর স্বামী মোঃ বাবুল দীর্ঘদিন ধরে ৫ নং ঘাট অঞ্চলের নারী মাদক-ব্যবসায়ী ” মাফিয়া” এর সাথে সম্পৃক্ত ছিল। মাদক সরবরাহ, বিক্রি ও মজুতের কাজে প্রতিনিয়ত সহায়তা করতেন তিনি।

বিশেষ সূত্রে জানা যায়, ডিবির অভিযানের তথ্য পেয়ে মাদকের মূলহোতা মাফিয়া ওরফে মাফি ও সহযোগী বাবুল দ্রুত পলায়ন করে। পরে চিরুনী অভিযান চালিয়ে বেগম-বাবুল’র ঘর থেকে ৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

এ বিষয়ে মাদক আইনে প্রচলিত মামলা দায়ের করে আসামীকে আদালতে প্রেরণ করা হবে বলে জানান ডিবি পরিদর্শক মোঃ শাহজাহান।