UsharAlo logo
শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খুশি

pial
জুলাই ২০, ২০২২ ৪:৪৪ অপরাহ্ণ
Link Copied!

খুশি

বিজন বেপারী
যে খুশি ঐ প্রভাত বেলায়,
যে খুশি ঐ শিশুর খেলায়,
যে খুশি ঐ নাগর দোলায়,
যে খুশি ঐ স্বপ্ন ভোলায়,
যে খুশি ঐ বৃষ্টি জলে,
যে খুশি ঐ মিষ্টি ফলে,
যে খুশি ঐ মায়ের ডাকে,
যে খুশি ঐ পাখির ঝাঁকে,
যে খুশি ঐ চাষীর ধানে,
যে খুশি ঐ মাঝির গানে,
যে খুশি ঐ প্রিয়ার চোঁখে,
যে খুশি ঐ আপন সুখে,
যে খুশি ঐ গোলাপ ফুলে,
সে খুশি আজ তোমায় দিলাম,
তোমার হয়ে আজ‌ও ছিলাম,
তোমার জন্য স্বপ্ন নিলাম।
বিজন বেপারী
(ঊষার আলো-এফএসপি)