ঊষার আলো রিপোর্ট : জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশ নিয়ে ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ। তিনি বলেছেন, ১৫ জানুয়ারির মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশে আমাদের পক্ষ থেকে সরকারকে একটা আলটিমেটাম দেওয়া হয়েছে।
আমরা আশা করি, এই সময়ের মধ্যেই সরকার এটা ঘোষণা করবে। কিন্তু এ ঘোষণাপত্র যাতে না হয় সেজন্য বিভিন্ন জায়গা থেকে নানাভাবে ষড়যন্ত্র করা হচ্ছে। শনিবার বিকালে চট্টগ্রাম নগরীর ষোলশহরে ‘প্রোক্লেমেশন অব জুলাই রেভ্যুলেশনের দাবিতে লিফলেট বিতরণ ও পথসভা কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
নগরীর ষোলশহরে বিপ্লব উদ্যান থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিফলেট বিতরণ শুরু হয়। প্রবর্তক মোড় ঘুরে ষোলশহর দুই নম্বর গেট পর্যন্ত এলাকায় তারা লিফলেট বিতরণ করেন। কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ঊষার আলো-এসএ