UsharAlo logo
শনিবার, ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

গণপরিবহন খুলে দেওয়ার দাবি পরিবহন শ্রমিকদের

ঊষার আলো
এপ্রিল ২২, ২০২১ ২:১৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : সরকার আগামী ২৮ এপ্রিল পর্যন্ত লকডাউনের ঘোষণা দিয়েছে। লকডাউনের মধ্যে গণপরিবহন বাদে অন্যান্য শ্রমিকদের স্বাস্থ্যবিধি মেনে কাজ করার সুযোগ দিয়েছে। এ অবস্থায় আমরা পরিবহন শ্রমিকরা করোনা মহামারিতে মরব না, আমরা না খেয়ে মারা যাব’। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সেলিম রেজা মিঠু।
সংগঠনের পুরাতন বাস টার্মিনাল কার্যালয়ে যশোর জেলায় অবস্থিত পরিবহন শ্রমিক সংগঠনগুলোর আয়োজনে এ যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময়ে সেখানে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের সভাপতি আজিজুল আলম মিন্টুসহ জেলার পরিবহন শ্রমিক সংগঠনগুলোর নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সেলিম রেজা মিঠু বলেছেন, ‘আমরা গণপরিবহন শ্রমিক সংগঠন থেকে দাবি জানাচ্ছি, আমরাও শতভাগ স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহনে কাজ করতে চাই। আশা করি আমাদের যুক্তিসংগত দাবির পক্ষে সম্মতি দিয়ে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদের সুযোগ দেবেন’।
সংবাদ সম্মেলনে কর্মহীন অসহায় শ্রমিক পরিবারের জন্য রেশনিং ব্যবস্থায় ১০ টাকা কেজি দরে চাল ক্রয়ের ব্যবস্থা করারও দাবি করেন শ্রমিক নেতৃবৃন্দ।

(ঊষার আলো- এম. এইচ)