UsharAlo logo
রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গণমাধ্যমকর্মী আইন নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের গভীর উদ্বেগ

koushikkln
এপ্রিল ৯, ২০২২ ১০:৩০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : জাতীয় সংসদে উপস্থাপিত গণমাধ্যমকর্মী (চাকরি শর্তাবলী) আইন নিয়ে শনিবার (০৯ এপ্রিল) সকালে জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক নেতৃবৃন্দ আলোচনা করেন।

বিএফইউজেÑবাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনায় জাতীয় প্রেসক্লাব, ডিইউজে, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, ঢাকা সাব-এডিটরস কাউন্সিল, বিজেসি, টিসিএ, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন আলোচনায় অংশ নেয়।

নেতৃবৃন্দ আইনটি নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং গভীর উদ্বেগ প্রকাশ করে এটি সংশোধনের উদ্যোগ গ্রহণে পদক্ষেপ নেয়ার ব্যাপারে নিজ নিজ সংগঠনের পক্ষ থেকে সুপারিশ প্রণয়নের সিদ্ধান্ত নেন। সব সুপারিশ একত্রিত করে একটি পূর্ণাঙ্গ প্রস্তাব তৈরি করার ব্যাপারে নেতৃবৃন্দ একমত হন।

বিএফইউজে’র মহাসচিব দীপ আজাদের সঞ্চালনায় সাংবাদিক নেতা মনজুরুল আহসান বুলবুল, শহীদ উল আলম, ইলিয়াস খান, সোহেল হায়দার চৌধুরী, আকতার হোসেন, খায়রুজ্জামান কামাল, সেবীকা রানী, খায়রুল আলম, রেজওয়ানুল হক রাজা, শাকিল আহমেদ, নজরুল ইসলাম মিঠু, নুরুল ইসলাম হাসিব, মামুন ফারাজী, আবুল হাসান হৃদয়, মাহাবুব আলম, শহীদুল হক জীবন, গোলাম মোস্তফা, কাজল হাজরা প্রমুখ বক্তব্য রাখেন।