গণমাধ্যমের স্বাধীনতা বিরোধী কালাকানুন বাতিল, সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন এবং ফ্যাসিবাদমুক্ত করার দাবিতে আজ মঙ্গলবার (২১ অক্টোবর) সাংবাদিক সমাবেশ করছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন।
এ সমাবেশে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গণি চৌধুরী বলেন, অবিলম্বে গণমাধ্যমকে ফ্যাসিবাদের দালালমুক্ত করতে হবে। কারণ ফ্যাসিবাদকে সুযোগ দেওয়া মানে শত শহীদের রক্তের সঙ্গে বেইমানি করা।
তিনি বলেন , কারা ফ্যাসিবাদের দালাল তা আমরা জানি। প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে গিয়ে প্রশংসা করতো, অথচ কোনো প্রশ্ন করতো না। তেল মেরে বিভিন্ন সুযোগ সুবিধা নিত। মনে হত প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলন যেন সংবর্ধনা অনুষ্ঠান।
এসময় তিনি বলেন, যেসব সাংবাদিকদের দমন করার জন্য উপর ফ্যাসিবাদী খুনি সরকার মামলা দিয়েছে, অবিলম্বে তাদেরকে সকল মামলা থেকে অব্যহতি দিতে হবে।
এসময় উপস্থিত ছিলেন দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান। তিনি বলেন, বিপ্লবের মধ্য দিয়ে এসেও অন্তর্বর্তীকালীন সরকার প্রথম থেকে বিপ্লবী রূপ নিতে ব্যর্থ হয়েছে।