UsharAlo logo
রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

গত ২৪ ঘণ্টায় আরও ২২৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

usharalodesk
আগস্ট ১০, ২০২১ ৬:৪৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : গত ২৪ ঘণ্টায় ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে আরও ২২৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে ঢাকায় ২১১ জন ও ঢাকার বাইরে ১৫ জন। আজ মঙ্গলবার (১০ আগসাট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম সূত্রে এসব তথ্য জানা যায়।

এই নিয়ে চলতি মাসের ১০ দিনে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৩২১ জন। চলতি বছরে মোট ৪ হাজার ৯৭৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হন। তার আগে জুলাই মাসে ২ হাজার ২৮৬ জন ও জুন মাসে ২৭২ জন এবং মে মাসে ৪৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর। বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৯১৫ জন ও ঢাকার বাইরে ৬৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

(ঊষার আলো-এফএসপি)