UsharAlo logo
শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২০১ জন হাসপাতালে

usharalodesk
অক্টোবর ১৭, ২০২১ ৬:৫১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে আরও ২০১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের অধিকাংশই ঢাকার বাসিন্দা। আজ রবিবার (১৭ অক্টোবর) বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, নতুন আক্রান্তদের মধ্যে ১৪০ জন ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে এবং ৬১ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি থাকা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৪৪ জনে।

আরও বলা হয়, ঢাকার ৪৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ৬৫১ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ১৯৩ জন। এ বছরের ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হাসপাতালে মোট রোগী ভর্তি হয়েছেন ২১ হাজার ৪০২ জন। আর তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২০ হাজার ৪৭৫ জন রোগী। ডেঙ্গুতে এখন পর্যন্ত ৮৩ জনের মৃত্যু হয়েছে।

(ঊষার আলো-এফএসপি)