UsharAlo logo
সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

গত ২৪ ঘন্টায় করোনায় আরও ৯৪ জনের মৃত্যু

usharalodesk
আগস্ট ৩০, ২০২১ ৭:০৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৯৪ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে করোনায় মোট মৃত্যু হলো ২৬ হাজার ১০৯ জনের।

আজ সোমবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

একই সময়ে দেশে করোনায় নতুন শনাক্ত হয়েছেন তিন হাজার ৭২৪ জন। এই নিয়ে দেশে করোনায় মোট শনাক্তের সংখ্যা ১৪ লাখ ৯৭ হাজার ২৬১ জনে দাঁড়াল।

গত ২৪ ঘণ্টায় মোট ৩০ হাজার ৮৫৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১২ দশমিক ৭ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হন ৬ হাজার ১৮৬ জন। এই পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ ২১ হাজার ৮৮৩ জন।

গত ২০ আগস্ট দেশে করোনাভাইরাসে মোট মৃত্যু ২৫ হাজার ছাড়ায়। এরপর নয় দিনে আরও ১ হাজার মানুষের প্রাণ কেড়ে নেয় করোনা।

(ঊষার আলো-এফএসপি)