UsharAlo logo
শুক্রবার, ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গভীর নিম্নচাপের প্রভাবে মোংলা বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত 

ঊষার আলো
সেপ্টেম্বর ১৪, ২০২১ ৩:০৬ অপরাহ্ণ
Link Copied!

মোংলা প্রতিনিধি : বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের কারণে মোংলা সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে। নিম্নচাপের প্রভাবে মঙ্গলবার ভোর থেকে থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে।
রাতেও ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাত বয়ে যায়। সোমবার দিবাগত রাত ও মঙ্গলবার ভোরের টানা বৃষ্টিতে পৌর শহরের নিম্নাঞ্চলসহ উপজেলার বিভিন্ন নিচু এলাকা ও চিংড়ি ঘের তলিয়ে গেছে। জাল ও নেট দিয়ে চাষীরা ঘেরের মাছ আটকে রাখতে কাজ করছেন।
এদিকে, বৃষ্টিপাত ও দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বন্দরে অবস্থানরত ৫টি সার ও ১টি চালের জাহাজের কাজ বন্ধ রয়েছে। মঙ্গলবার বন্দরে সার, চাল, ক্লিংকার, মেশিনারী ও গ্যাসবাহী ১৪টি বিদেশী বাণিজ্যিক জাহাজের অবস্থান রয়েছে।
(ঊষার আলো-আরএম)